DMCA.com Protection Status
title=""

নতুন রূপে কান চলচ্চিত্র উৎসবে মন মাতানো ঐশ্বরিয়া

aishwaryarai-bachchan-cannes-reuters পুরো বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনকে এক ঝলক দেখার জন্য। ঠিক সেই সময়েই জানা যায় যথা সময়ে উপস্থিত হতে পারছেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তরা ভারী মুখ করে বাড়ি ফিরে গেলেও ঐশ্বরিয়া জানান বিলম্ব হলেও কান-এ তিনি উপস্থিত হবেন। আর সেই লক্ষ্যেই আরো একবার ২০ মে কানের লাল গালিচায় মহনীয় সুন্দরের অধিকারিণী ঐশ্বরিয়াকে দেখার উদ্দেশ্যে হাজির হয়ে যান তার ভক্তরা।

তবে এবার আর ভক্তদের মন খারাপ করে ফিরে যেতে হয়নি। কান চলচ্চিত্র উৎসবে অবশেষে উপস্থিত হলেন বলিউড এবং হলিউডে সমান জনপ্রিয় এই অভিনেত্রী। তবে দেরি করে হাজির হলেও প্রথম দর্শনেই সমালোচকদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম হয়।

আর কেনই বা হবে না বিয়ের পর হঠাৎ করেই মুটিয়ে যেতে থাকেন এই অভিনেত্রী। তারপর ফটো শুটে এক অন্য ঐশ্বরিয়াকে দেখতে পেলেও গর্ভবতী হয়ে পরার পর থেকে যেন আর মুটিয়ে যেতে শুরু করেন তিনি। তবে এবারের কানে যেন হাজির হলেন পাতলা ছিপছিপে গড়নের অতীতের আবেদনময়ী ঐশ্বরিয়া।

তবে ঐশ্বরিয়ার এবারের এই আকর্ষণীয় রূপ দেখতে পারাটাই যেন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ে। জানা যায় , ১৬ তারিখ লাল গালিচায় হাঁটবেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সে উদ্দেশ্যে ভারত ত্যাগ করে তিনি। শেষ পর্যন্ত ফ্রান্সে চলা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে ঠিক সময়ে হাজির হতে পারেননি। লরিয়েলের দূত হিসেবে কানে হাজির হওয়ার কথা ঐশ্বরিয়ার। কিন্তু লন্ডন থেকে নিস শহরে পৌঁছাতেই পারেননি ফ্লাইট বিলম্বের কারণে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!