DMCA.com Protection Status
title=""

বার এসোসিয়েশনের কালকের সমাবেশঃসুপ্রিমকোর্টে মঞ্চ তৈরিতে বাধা, পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি

High-Court_0সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে  বার এসোসিয়েশনের কাল অনুষ্ঠেয় সমাবেশকে ঘিরে পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থান করছে। শনিবার সকাল ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করেছে আইনজীবীরা।



তবে অনুমতি না থাকার অজুহাতে শুক্রবার রাতে সমাবেশের প্রস্তুতি কাজে বাধা দেয় পুলিশ।পুলিশ সমবেশ স্থলের আনিত চেয়ারগুলি সরিয়ে নেয়। এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা এবং শাহবাগ থানা পুলিশ মুখোমুখী অবস্থান করছে।




download (12)হাইকোর্টের আইনজীবী তরিকুল ইসলাম দৈনিক  প্রথম বাংলাদেশকে  জানান, সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে মঞ্চ তৈরি করতে চাইলে শুক্রবার রাত ১১টায় পুলিশ বাধা প্রদান করে।



আগামীকাল জাতীয়তাবাদী আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ সমাবেশ পণ্ড করতেই সরকারিভাবে পুলিশি বাধা এসেছে বলে বিএনপিপন্থি আইনজীবীরা জানিয়েছেন।



যদিও ঘটনার সময় উপস্থিত কয়েকজন আইনজীবীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে আইনজীবীরা আবারো মঞ্চ তৈরির কাজ শুরু করেন।



দেশব্যাপী খুন, গুম ও অপহরণের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।



ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া দৈনিক প্রথম বাংলাদেশকে  বলেন, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন একটি বৈধ এবং নির্বাচিত সংগঠন,যেকোন সময় এই সংগঠন ইচ্ছা করলে শান্তিপূর্ন সভা করতে পারে।সুপ্রিপকোর্টের ঐতিহ্য অনুযায়ী এর জন্য কোন অনুমতির প্রয়োজন হয় না।‘আগামীকালের সমাবেশ উপলক্ষে সন্ধ্যার পর থেকে মঞ্চ তৈরির কাজ চলছে। এমন সময় পুলিশ মঞ্চ ভেঙে দেয়ার চেষ্টা করেছে। আমরা ,যে কোনো মূল্যে এই সমাবেশ করবো। এতে সরকার বাধা দিলে পরিণতি ভালো হবে না।’



রাতেই সুপ্রিমকোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

সুপ্রিমকোর্ট এলাকায়  আগামীকালের বার এসোসিয়েশনের সভামঞ্চ তৈরিতে পুলিশ বাধা দেয়ায় রাতেই প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।



সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন দৈনিক প্রথম বাংলাদেশকে  বলেন, ‘পুলিশি বাধার প্রতিবাদে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছি।’



প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মোহসিন আলী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদনি, সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!