DMCA.com Protection Status
title="৭

সর্বোচ্চ আদালতের ৯ বিচারকের বিরুদ্ধে গুরুতর অভিযোগঃ প্রমানিত হলে পদ হারানোর সম্ভাবনা

High-Court_0দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  বিএনপি পন্থী আইনজীবীদের কর্মসূচীতে সমর্থন জানিয়ে আদালত বর্জনের কর্মসূচীতে অংশগ্রহণের অভিযোগ উঠেছে নয় বিচারকের বিরুদ্ধে। বিচারকদের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, আইন অনুসারে নিজ নিজ পদ হারাতে পারেন এই বিচারকরা।

এরই মধ্যে বিচারকদের বিরুদ্ধে উত্থিত অভিযোগের তদন্ত দাবি করেছেন সুপ্রীম কোর্টের একাধিক আওয়ামী পন্থী আইনজীবী। এছাড়া, সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি জনমনেও ব্যপক আগ্রহের সৃষ্টি করেছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানের ৯৬ ধারা অনুসারে, রাষ্ট্রপতির নির্দেশে প্রধান বিচারপ্রতির নেতৃত্বে বিচারকদের বিরুদ্ধে উত্থিত অভিযোগ তদন্তে একটি সুপ্রীম জ্যুডিশিয়াল কাউন্সিল গঠন করার কথা। এই সুপ্রীম জ্যুডিশিয়াল কাউন্সিল নিজেই তদন্ত ও সুপ্রীম কোর্টের ভূমিকা পালন করতে পারবে।

666666666_1713সুপ্রীম জ্যুডিশিয়াল কাউন্সিলের তদন্তে যদি বিচারকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের ৯৬(৫) ধারা অনুসারে, রাষ্ট্রপতি অভিযুক্ত বিচারকদেরকে তাদের পদ থেকে অপসারণ করতে পারেন।

জানা গেছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডাকা আদালত বর্জন কর্মসূচী চলাকালে বিচারপতি মো. আবু তারিক, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী, বিচারপতি জোবায়ের আহমেদ চৌধুরী, বিচারপতি মো. এমদাদুল হক, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি শেখ আব্দুল আউয়াল, বিচারপতি শরীফউদ্দীন চাকলাদার বিচারকাজে অংশ নেননি।



আওয়ামী পন্থী আইনজীবীরা বলছেন, বিচারকরা সত্যিই আদালত বর্জন করে থাকলে তারা একটি দলীয় সংগঠনের সিদ্ধান্তের সাথে ঐক্যমত্ত পোষণ করেছেন। সেক্ষেত্রে বিচারকদের নিরপেক্ষতা চরমভাবে ভূলণ্ঠিত হয়েছে।

 

বিচারকদের এই ধরণের আচরণ প্রসঙ্গে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার শামসুল ইসলাম দৈনিক প্রথম বাংলাদেশ কে বলেন, “যদি কোনো বিচারক কোনো রাজনৈতিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন, তাহলে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হওয়ার মতো অপরাধ। আজ কেউ না বসেছিলেন কি-না, না বসে থাকলে কেন বসেন নাই, সেটি খতিয়ে দেখার কোনো উদ্যোগ প্রধান বিচারপতির দপ্তর থেকে নেয়া হয়েছে বলে আমার জানা নেই।”

Share this post

scroll to top
error: Content is protected !!