
সোমবার রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
দেশটির অভ্যন্তরে পরিচালিত এক গণমাধ্যম সমীক্ষায় জানা যায়, অধিকাংশ মানুষ মনে করেন, নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসিকে উৎখাতকারী সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি এ রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হবেন।সেনাপ্রধান পদে থেকে বেসামরিক শাসনামলে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করা এক নজির বিহীন ঘটনা।
জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসির বিপরীতে নির্বাচনে প্রতিযোগীতা করছেন মাত্র একজন দুর্বল প্রার্থী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে থাকা বামপন্থী নেতা হামদিন সাবাহি, যিনি রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সাংবাদিক এবং কবি।
সাবেক রাষ্ট্রপতি আনোয়ারা সাদাত ও হোসনি মোবারকের বিরুদ্ধবাদী হামদিন রাজবন্দি হিসেবে এ যাবত ১৭ বার জেল খেটেছেন।তবে বিশেষজ্ঞগন মনে করছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সমর্থন পুষ্ট জেনারেল সি সি র বিজয় বহু আগেই নির্ধারন করা হয়েছে এবং মিশরের জনগনের এতে তেমন কিছুই করার নেই।