DMCA.com Protection Status
title=""

উল্টো পথে আসা গাড়ি অকেজো করা স্বয়ংক্রিয় ডিভাইস নিজেই অকেজো হওয়ার পথে

traffic breakerট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে আসা সব গাড়ির স্বয়ংক্রিয় শাস্তির ব্যবস্থা করতে ২৩ মে সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর হেয়ার রোডে পুলিশের মহা-পরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার এক ‘স্বয়ংক্রিয় ডিভাইসের’ উদ্বোধন করেন।

আইন না মেনে উল্টোপথে যে কোন গাড়ি আসলেই সঙ্গে সঙ্গে এই স্বয়ংক্রিয় শাস্তির ফাঁদে পড়ে মুহূর্তেই অকেজো হয়ে যাওয়ার কথা গাড়ির চাকা। কিন্তু দু’দিন না যেতেই সেই ‘স্বয়ংক্রিয় ডিভাইস’-ই অকেজো হওয়ার পথে। ২৫ মে দেখা যায়- সেই স্বয়ংক্রিয় ডিভাইসের কয়েকটা কাঁটা ইতোমধ্যে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটা প্রায় ভেঙ্গে গেছে।

অথচ ট্রাফিক আইন ভঙ্গকারীদের মুখের কথায় সামলাতে না পেরেই এই নীরব শাস্তির ব্যবস্থা নিয়েছিল ট্র্যাফিক বিভাগ। মাসখানেক আগে গৃহিত এক সিদ্ধান্তের প্রেক্ষিতেই গত ২৩ মে সকালে প্রাথমিক ধাপে হোটেল রূপসী বাংলা থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার সময় রমনা পার্কের অরুণোদয় গেটের উল্টোদিকে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পর এবং যমুনার সামনে (বর্তমানে ফরেন সার্ভিস একাডেমী) বসানো হয় এ প্রতিরোধ ডিভাইস।

কিন্তু এখনই যে অবস্থা হয়েছে- তাতে আর কিছু দিন গেলেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারো অবাধে উল্টোপথে চলতে পারবে যেকোনো গাড়ি।দেশীয় প্রযুক্তিতে তৈরী এই ডিভাইসের গূনগত মান অত্যন্ত নীচুমানের হওয়ায় মাত্র দুই দিনেই প্রায় অচল হয়ে পড়েছে এগুলো।

Share this post

error: Content is protected !!