DMCA.com Protection Status
title=""

বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি উরিবি আর নেই

Mexicosm20130713025759এক সময় বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির স্বীকৃতি পাওয়া মেক্সিকান নাগরিক ম্যানুয়েল উরিবি (৪৮) মারা গেছেন।

সর্বাধিক এক হাজার দুইশ ৩০ পাউন্ড ওজনের অধিকারী হয়ে ২০০৬ সালে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখান উরিবি। সোমবার রাতে তিনি মারা যান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

তবে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। অস্বাভাবিক হৎদস্পন্দনের কারণে গত ২ মে উরিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার যকৃৎতে সমস্যা ছিল।

জরুরি এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে ক্রেনের মাধ্যমে হাসপাতালে স্থানান্তরিত করেন বলে সংবাদ মাধ্যম জানায়। শরীরের অস্বাভিক ওজনের কারণে তিনি বহুদিন ধরে চলাফেরা করতে পারতেন না।

তবে সাম্প্রতিক কঠোর পরিশ্রম ও ব্যায়ামের মাধ্যমে উরিবি ৫০ পাউন্ড ওজন কমান।

Share this post

error: Content is protected !!