দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ মুন্সীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা আগামীকাল বুধবার। এদিন বিকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষ্মীগঞ্জে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
গেলো সপ্তাহে বিএনপির নারায়নগন্জ ও ঢাকায় বেশ কয়েকটি জনসভা করার চেষ্টা সরকারের বাধার মুখে ব্যর্থ হওয়ার পর এই মুন্সিগন্জের জনসভা অনুষিত হতে চলেছে।
ইতিমধ্যে সমাবেশের অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
ঢাকা থেকে নির্দেশনা অনুযায়ী সব কাজ শেষ করেছেন তারা। আজ দুপুর ১টায় খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে রওনা হবেন। সমাবেশ শেষে এদিনই আবার ঢাকায় ফিরবেন।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। মঞ্চ নির্মাণ কাজও সমাপ্ত হয়েছে। তিনি জানান, গুম-খুন-ক্রসফায়ার-বন্দুক যুদ্ধের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে এই জনসভা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই জানান, খালেদা জিয়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এছাড়া এ জনসভায় কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন। তাই এ জনসভায় এক লাখ নেতাকর্মী ও সমর্থক জমায়েত করার টার্গেট নিয়ে সাংগঠনিক সকল তত্পরতা সম্পন্ন করা হয়েছে।