বাংলাদেশের বর্তমান গণমাধ্যম মালিকদের বাবার কোন অর্থ-সম্পদই ছিল না বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বুধবার দুপররে সচিবালয়ে আইসিটি উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সম্পদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মিডিয়া মালিকদের বিরুদ্ধে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম আমাদের বিপুর সম্পর্কে সমালোচনা করেছে। তার সম্পদ নিয়ে সমালোচনা করেছে। তার বাবা হামিদ ভাইয়ের কথা বলছি, যিনি বঙ্গবন্ধুর আওয়ামীলীগের কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। সত্যিকার অর্থেই তিনি আমাদের অর্থ যোগানদাতা ছিলেন। হামিদ ভাইয়ের জাহাজে করে আমরা বঙ্গবন্ধুসহ সবসময় দক্ষিণবঙ্গ সফর করতাম। এখন সেই হামিদ ভাইয়ের পুত্রকে নিয়ে সমালোচনা হচ্ছে! তার বাবা যে সম্পত্তি রেখে গেছে তাইতো ২০-৫০ কোটি টাকা হবে।’
মন্ত্রী বলেন, ‘আজকে যারা বিপুর বিরুদ্ধে প্রচার করছে সেসব গণমাধ্যমের মালিকদের বাবার কিন্তু কিছুই ছিল না। আমি জোর গলায় বলতে পারি কারণ এদের সবাইকে আমি চিনি।’
প্রসঙ্গত বৈঠকে বাংলাদেশের আইসিটি সেক্টর বা তথ্য-প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হলে এ খাতের ব্যাপক প্রচার চালাতে হবে। এর জন্য মিডিয়াগুলোকে ভূমিকা রাখতে হবে বলেও আলোচনা করছেন অনেকে।
এসময় মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমাদের এ দেশে একটি জটিলতা হয়েছে, শুধু এ দেশ নয় এ উপমহাদেশেই প্রচারের ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে। সেটা হলো, প্রচার যন্ত্রগোলা- সেটা ইলেট্রিক হোক, আর প্রিন্টই হোক, যাদের হাতে হোক, তারা যেকোন কারণেই হোক পক্ষপাত দুষ্ট।’