DMCA.com Protection Status
title="শোকাহত

গুগুল সার্চে সবচেয়ে বেশি জনপ্রিয় সানি লিওন

sunny20130809150347বিশ্বের পয়লা নম্বর সার্চ ইঞ্জিন গুগুলে গিয়ে ভারতীয়রা সবচেয়ে বেশি কোন সেলেব্রিটিকে খোঁজে জানেন? গুগুলের তথ্য অনুযায়ী বছরের প্রথম ছ মাসে ভারতীয়রা সবচেয়ে বেশি যে সেলেব্রিটিকে বেশি সার্চ করেছেন তার নাম সাবেক পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী সানি লিওনকে।

শুধু মে মাসের হিসাব প্রকাশ করা পরিসংখ্যান দেখাচ্ছে, ইন্টারনেটে ৩ কোটি ৫০ লক্ষবার গুগুল সার্চে সানি লিওনের নাম লিখে সার্চ করা হয়েছে।

এতবার আর কোনো ভারতীয়র নাম লিখে সার্চ করা হয়নি। সানির জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গেছেন এতদিন ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের নয়নের মনি ক্যাটরিনা কাইফও।

জুন মাসে ক্যাটরিনাকে সার্চ করেছেন ১ কোটি ৮৫ লক্ষ মানুষ। প্রথম যে পাঁচজন ভারতীয় সেলেব্রিটিকে ভারতীয় সবচেয়ে বেশি অনুসন্ধান/ সার্চ করেছেন তাদের মধ্যে একমাত্র পুরুষ সালমান খান।

প্রথম দশের মধ্যে শাহরুখ খানের নাম নেই। ৮ নম্বরে রয়েছেন রনবীর কাপুর। জুন মাসে গুগুল সার্চে সেলেব্রিটিরা :- স্থান অভিনেতা/অভিনেত্রী কতবার সার্চ ১ সানি লিওন ৩.৫০ কোটি ২ ক্যাটরিনা কাইফ ১.১৫ কোটি ৩ কারিনা কাপুর ১.১৫ কোটি ৪ সালমান খান ১.১৪ কোটি ৫ ঐশ্বরিয়া রাই ৯২ লক্ষ ৬ অক্ষয় কুমার ৬৭ লক্ষ ৭ দীপিকা পাড়ুকোন ৬৬ লক্ষ ৮ রনবীর কাপুর ৬৫ লক্ষ ৯ আমির খান ৫৯ লক্ষ ১০ অনুশকা শর্মা ৫৭ লক্ষ 

মে মাসে গুগুল সার্চে সেলেব্রিটিরা :-

স্থান অভিনেতা/অভিনেত্রী কতবার সার্চ
সানি লিওন ৩.৫০ কোটি
ক্যাটরিনা কাইফ ১.১৫ কোটি
কারিনা কাপুর ১.১৫ কোটি
সালমান খান ১.১৪ কোটি
ঐশ্বরিয়া রাই ৯২ লক্ষ
অক্ষয় কুমার ৬৭ লক্ষ
দীপিকা পাড়ুকোন ৬৬ লক্ষ
রনবীর কাপুর ৬৫ লক্ষ
আমির খান ৫৯ লক্ষ
১০ অনুশকা শর্মা ৫৭ লক্ষ
 

 

Share this post

scroll to top
error: Content is protected !!