DMCA.com Protection Status
title=""

ভোটারবিহীন নয়, ৫ই জানুয়ারীর নির্বাচন হয়েছে প্রার্থীবিহীনঃলতীফ সিদ্দিকী

image_93474_0দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা এমন প্রশ্ন রাখেন যে, ‘১৫৭ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে সেখানে জনগণের সমর্থন থাকে কীভাবে,’ তাদের উদ্দেশে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বী না থাকলে আমরা কী করব? নবম জাতীয় সংসদে মোট সাতটি দল ছিল। দশম সংসদেও সাতটি দল আছে। দল তো কমে নাই। ভোটারবিহীন নির্বাচন হয় নাই। প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে।’



বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।



যারা প্রতিদ্বন্দ্বীর কথা বলে ‘প্রতিদ্বন্দ্বিতা করেন না’ তাদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবেও আখ্যায়িত করেন এই মন্ত্রী।    

 

লতিফ সিদ্দিকী বলেন, ‘এ উপমহাদেশের রাজনীতিতে দুটি ধারণা আছে। ভালো মানুষের ধারণা ও ডানপিটে ধারণা। ভালো মানুষ কখনো নেতা হয় না, প্রধানমন্ত্রী হয় না। এর জ্বলন্ত উদাহরণ ভারতের এবারের সরকার গঠন। মোদির বিরুদ্ধে ধর্মান্ধতা ও অসংখ্য মুসলমান হত্যার অভিযোগ আছে। কিন্তু তারপরেও ভারতের জনগণ তাকেই নির্বাচিত করেছে।’  



তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মুসলমান হত্যাকারী মোদির জয়ে বিএনপি-জামায়াতের এত উল্লাস কেন? বাংলাদেশের রাষ্ট্রনায়ক আর ভারতের রাষ্ট্রনায়ক পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে সেখানে কে ক্ষমতায় আসলো এটা বিবেচ্য বিষয় নয়।’



আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে  আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম ওসমান।

Share this post

scroll to top
error: Content is protected !!