DMCA.com Protection Status
title="শোকাহত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাত বার্ষিকী আজ।

1522195_10203030315827958_721539419_nবাংলাদেশের স্বাধীনতার ঘোষক,বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম    শাহাদাত বার্ষিকী আজ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামীদের হাতে নিহত হন তিনি। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গদলগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এবার ১৪ দিনব্যাপী কর্মসূচি পালন করবে দল ও অঙ্গসংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ভোরে দলীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।

সকালে প্রয়াত এই নেতার মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া কর্মসূচির মধ্যে আরও থাকবে আলোচনা সভা, কাঙালিভোজ, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছা রক্তদান, মিলাদ মাহফিল।

১৯৭৭ সালের ২১ এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশের  রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির এক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে বলা হয়, শহীদ জিয়ার আদর্শ, দর্শন ও কর্মসূচিকে সমুন্নত রেখে এর ভিত্তিতে সংগ্রাম পরিচালনা এবং বাষ্ট্রকে রূপায়িত করার দৃঢ় প্রত্যয় বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে

। জাতীয় জীবনের চলমান সঙ্কটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।

আজ সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধীসৌধ  জিয়ারত করবেন। এরপর ফার্মগেটের খাবার বাড়ি থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বেগম খালেদা জিয়া। প্রথম দিন ২৫টি স্পটে খাবার বিতরণ করা হবে। 

Share this post

scroll to top
error: Content is protected !!