DMCA.com Protection Status
title="৭

১৪ মাস পর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া

khaleda_mwn-300x236প্রায় ১৪ মাস পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে বিরতির সময় তিনি কার্যালয়ে অবস্থান করেন। পরে সেখানে জোহরের নামাজ পড়েন এবং দুপুরের খাবার শেষ করে আবারো খাবার বিতরণে বেরিয়ে পড়েন তিনি।

সর্বশেষ গত বছরের ১৩ই মে ২৩ মাস পর কার্যালয়ে এসেছিলেন বিএনপি প্রধান। এসেছিলেন নির্বাচনের আগে পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখতে।কার্যালয় পরিদর্শন শেষে দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে সে সময় বক্তব্য দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার কিছু পর রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ খাবার বিতরণ শুরু করেন খালেদা। পরে ক্রমান্বয়ে মোহাম্মদপুরের টাউন হল, শহীদ পার্ক মাঠ, ধানমন্ডির মেডিনোভা হাসপাতাল ও কলাবাগানের কুপার্স সংলগ্ন প্রাঙ্গণে দুস্থদের মাঝেও খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন।

এর পর তিনি পল্টন কমিউনিটি সেন্টারে খাবার বিতরণ শেষ করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলে আসেন। সেখানে জুম্মার নামাজের আগ পর্যন্ত কার্যালয়ের সামনে জিয়া মঞ্চে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় সেখানে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরে খালেদা জিয়া নামাজের বিরতিতে যান। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের অফিস কক্ষে অবস্থান করেন। কিছুদিন আগে কার্যালয়ে তার কক্ষটি সংস্কার করা হয়। পরে সেখানে তিনি নামাজ পড়েন এবং দুপুরের খাবার খান।

এ সময় দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন।

জুমার নামাজের বিরতির পর শান্তিনগর বাজার, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন সংলগ্ন প্রাঙ্গণ, মাহবুব আলী মিলনায়তন, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, কমলাপুরের আইসিডি টার্মিনাল, জাতীয় প্রেসক্লাব, নবাবপুর, ধোলাইপাড়, নর্থসাউথ রোড় ও বংশাল বিএনপি কার্যালয়ের সামনে খাবার বিতরণ শেষে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করবেন খালেদা।

শনি ও রোববারও রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিরতণ করবেন বিএনপি চেয়ারপারসন।

Share this post

scroll to top
error: Content is protected !!