DMCA.com Protection Status
title=""

আইনমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক : ইমরান সরকার

gonojagoron_76057রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গণজাগরণ মঞ্চ সমাবেশ করেছে ।

সমাবেশে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার, শামীম, সনাতন উল্লাহ, শিবলী হাসানসহ প্রমুখ।

আইনমন্ত্রীর বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করে ইমরান বলেন, ‘আইনমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। জামায়াতের সঙ্গে আতাতের বশে তিনি এসব কথা বলছেন। তিনি যে তিনটি কারণ ব্যাখ্যা করেছেন তা অমূলক। আইনমন্ত্রীর বক্তব্য দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তার এই বক্তব্য গোটা জাতি ও মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছে।’

তিনি আইনমন্ত্রীকে সংবিধান পুনরায় পড়ার উপদেশ দিয়ে তার উদ্দেশ্যে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর ৩ ধারা সংশোধন করে সংগঠনের বিচারের সুযোগ করা হয়েছে। কিন্তু তারপরেও আইনমন্ত্রী হয়ে কিভাবে এমন অযৌক্তিক বক্তব্য প্রদান করেন। এ আসলে জামায়াতের সঙ্গে সরকারের আতাতের নামান্তর।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা ও বিচার করা আপাতত সম্ভব নয়।’

আইনমন্ত্রী যে তিনটি কারণ উল্লেখ করেছেন সেগুলো হল- প্রথমত, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩- এ সংগঠনের শাস্তির বিধান নেই।

দ্বিতীয়ত, জামায়াতের নিবন্ধনের ব্যাপারে একটি মামলা ইতোমধ্যে আপিল বিভাগে আছে৷ এর মধ্যে ট্রাইব্যুনালের আইনে কোনো অভিযোগ আনা হলে ওই মামলায় কোনো প্রভাব পড়বে কি না, তা দেখতে হবে৷ এই পর্যায়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, প্রভাব পড়বে৷ এখন এসব অন্যান্য পারিপার্শ্বিক দিক বিবেচনা করে এগিয়ে যেতে হবে৷ সে ক্ষেত্রে সময় লাগবে৷’

তৃতীয়ত, অন্যান্য আইনে বলা আছে, যদি কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা কোম্পানি অপরাধ করে, তবে ওই সংগঠন বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বা নিয়ন্ত্রককে দায়দায়িত্ব নিতে হবে ও দায়ী কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে। জামায়াতের যেসব নেতা মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাদের ইতোমধ্যে বিচারের আওতায় আনা হয়েছে। সে ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো তাদের আবার শাস্তি হলে তা আগের শাস্তির সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, তা বিবেচনা করতে হবে।

 

 

 

 

Share this post

scroll to top
error: Content is protected !!