DMCA.com Protection Status
title="শোকাহত

শহীদ জিয়ার সমাধিতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা

download (2)শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজার জিয়ারত করেন তিনি।

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে পৌঁছান খালেদা।

এরপর দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, এনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,

যুবলদল সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ১৯ দলের শরিক জাগপা’র প্রধান শফিউল আলম প্রধান প্রমুখ। নেতাকর্মীদের পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারতের পাশাপাশি সমাধি প্রাঙ্গণে ছিল ওলামা দলের দোয়া মাহফিল ও পবিত্র কোরআনখানি কর্মসূচি। এছাড়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে চলে স্বেচ্ছায় রক্তদান।

জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী স্কুল মাঠে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। টানা তিনদিনের এ খাবার বিতরণ কর্মসূচি রাজধানীর প্রায় ২৫টি স্থানে চলবে।

Share this post

scroll to top
error: Content is protected !!