DMCA.com Protection Status
title="৭

নিহত নজরুল পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শামীম ওসমানের!

index_76076নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নূর হোসেনের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের টেলি কথোপকথনের অডিও টেপ ফাঁস হয়ে যাওয়ার পর শামীম ওসমানকেই দোষী মনে করছিল নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের পরিবার।
 
শামীম ওসমানের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলও করেছিলেন নজরুলের পরিবার সদস্য ও সমর্থকরা।
 
সম্প্রতি নজরুলের শ্বশুর সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ঢাকায় এক সংবাদ সম্মেলনে শামীম ওসমানের পক্ষে কথা বললেও এখনও আগের অবস্থানেই রয়েছেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ভাই আবদুস সালাম।
 
বৃহস্পতিবার সেলিনা ইসলাম বিউটির বক্তব্যেও সেটা ফুটে ওঠে। তাদের ম্যানেজে বেশ কয়েকদিন ধরেই শামীম ওসমানের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল। নজরুলের পরিবার সদস্যদের সঙ্গে শামীম ওসমান দেখা করার আগ্রহ প্রকাশ করলেও তাতে সায় দেননি নজরুলের স্ত্রী। শামীম ওসমান লাঞ্ছিত হতে পারেন সে আশঙ্কায় অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। যদিও শামীম ওসমান জানিয়েছেন, নজরুলের বাড়িতে যাওয়ার বিষয়ে তার কোনো কর্মসূচি ছিল না।

 

নিহত নজরুলের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, শহীদুল ইসলাম একেক সময় একেক ধরনের কথা বলছেন। তিনি একবার শামীম ওসমানের বিপক্ষে বলছেন, আবার পক্ষে বলছেন।
 
এরশাদের সামনে স্লোগানে গলা মেলালেও পরে শামীম ওসমানের ধমকের কারণে তার শেখানো বুলি আওড়াচ্ছেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করাকালে সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেন, তাকে উপেক্ষা করা হচ্ছে।
 
তিনি মামলার বাদী হলেও বক্তব্য নেয়া হচ্ছে অন্যদের। তিনি সাত হত্যাকান্ডের মামলা ভিন্নখাতে না নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

বিষয়টি জানতে শামীম ওসমান মুঠোফোনে আলোকিত বাংলাদেশকে জানান, নজরুলের বাসায় যাওয়ার কোনো কর্মসূচি নেই। মহানগর আওয়ামী লীগের কর্মী সভা নিয়ে তিনি ব্যস্ত।

 

Share this post

scroll to top
error: Content is protected !!