১২ হাজার ১০০ কোটি টাকায় পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পেয়েছে চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২ জুন সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চীনা কোম্পানি কার্যাদেশ দেওয়ার বিষয়টি জানিয়ে বলেন ‘এখন কাজ শুরু করতে আর কোনো অসুবিধা নেই। শিগগিরই যে কোনো সময়ে চুক্তি করা হবে।’
গত ২২ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানির দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দর প্রস্তাব অনুমোদন দেয়ার পরই চীনা কোম্পানীকে কার্যাদেশ দেয়া হলো বলেন জানান মন্ত্রী।
২০১১ সালে পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা। বর্তমান অঙ্ক তার চেয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা বেশি। এ বিষয়ে যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে ‘লিমিট রেঞ্জ’ ১৬ হাজার কোটি টাকা রাখা হয়েছিল।
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও দর প্রস্তাব জমা দিয়েছিল একমাত্র চীনা কোম্পানিটি। গত ২৬ জুন চূড়ান্ত দরপত্র আহ্বানের পর মূল সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা। চায়না মেজর ব্রিজ ১২ দশমিক ৬২ শতাংশ কম দর প্রস্তাব করে। গণচীনের রাষ্ট্রায়াত্ত কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং দেশটির রেল মন্ত্রণালয়ের অধীন। এই কোম্পানির বার্ষিক আয় ২০০ কোটি ডলার, কর্মীর সংখ্যা ৭৫ হাজার।