DMCA.com Protection Status
title="৭

শহীদ জিয়ার দূরদর্শীতা এবং অসামান্য জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়েই তাকে হত্যা করা হয়: কানাডা বিএনপি

 

 

10397841_10204018782018995_86085007369113027_nবাংলাদেশের স্বাধীনতার ঘোষক,বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় মন্ট্রিয়েলের কমিউনিটি রিসোর্স সেন্টার ৬৭৬৭কোর্ট দেনিসে,কানাডা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ঈর্ষান্বীত হয়ে দেশী বিদেশী বিভিন্ন চক্রান্তে জিয়াউর রহমানকে অকালে হত্যা করা হয়েছে এই চক্রান্তের সাথে ভারতের ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, এরশাদসহ আরো অনেকে জড়িত।

 

10418539_591734077601549_1228060062377459771_nকানাডা বিএনপির সহ সভাপতি এজাজ আক্তার তৌফিকের সভাপতিত্বে এবং কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক মুহিম আহমেদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার নেতৃত্বের ধারাবাহিকহতা থাকলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। তাঁর নেতৃত্বে তখনকার বাংলাদেশ সারা বিাশ্বের দৃষ্টি কেড়েছিল। তাঁর পরিচালনায়ই দেশ তালাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্তি পেয়েছিল। শহীদ জিয়া এদেশে বহুদলীয় গণতন্ত্র পতিষ্ঠা করেনএবং তিনিই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করেন।

 

তারা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই জাপানকে হারিয়ে বাংলাদেশ জাতিসংঘের অস্থা্10303752_591737184267905_6822919934076433972_nয়ী সদস্য হতে পেরেছিল। তাঁর নেতৃত্বেই প্রথম পানির হিস্যার ব্যাপারটি জাতিসংঘে নিয়ে যাওয়া হয় যা দীর্ঘদিন ঝুলন্ত ছিল।

 

বক্তারা আরো বলেন, জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আজ স্বাধীন হতো কিনা তা নিয়ে সন্দেহ আছে। মুক্তিযুদ্ধে শেখ মুজিব ও আ.লীগের কোনোঅবদান নেই বলেও বক্তারা মন্তব্য করেন। বক্তারা একইসাথে বলেন, শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী হয়েছেন জিয়ার অবদানে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও এরশাদকে সেনাপ্রধান করাই ছিল জিয়ার প্রধান রাজনৈতিক ভুল। এসব মীরজাফরদের হীন চক্রান্তেই জিয়াউর রহমান অকালে প্রাণ 10300628_591733577601599_1347558852449104172_nহারিয়েছেন।

 

এতে আরও বক্তব্য রাখেন দৈনিক ‘প্রথম বাংলাদেশ’ এর সম্পাদক ক্যাপ্টেন (অব:) মারুফুর রহমান রাজু, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আহমেদ,প্রবাসী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান লাবু, সাংবাদিক কামরুজ্জামান, সেচ্ছাসেবক দলের সভাপতি এম. জয়নাল আবেদীন জামিল, সহ-সভাপতি আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক মোঃ নাছিম উদ্দিন, মন্ট্রিয়েল বিএনপির সভাপতি নাসির উল্লাহ, মহিলা সম্পাদিকা নিনামাহমুদ, বিএনপিনেতা মোস্তাহিনুর রহমান মকু, পেশাজীবি প্রকৌশলী শিহাব উদ্দিন, বিএনপি নেতা শাহেদ শরীফ ছনেট, মোহাম্মদ তোফাজ্জল হোসেন পরাগ প্রমুখ সহ আরো অনেকে।

Share this post

scroll to top
error: Content is protected !!