আর কয়েকটা দিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। পুরো বিশ্বের সাথে বাংলাদেশের মানুষও অপেক্ষা করছে টান টান উত্তেজনাময় খেলা গুলো দেখার জন্য।
সেই সঙ্গে নিজের প্রিয় দলের জার্সি বুকে জড়িয়ে কিংবা বারান্দার গ্রিলের সাথে পতাকা ঝুলে প্রতিক্ষা করছে বিশ্বকাপ জেতার। বিশ্বকাপে সব সময়েই হট ফেভারেট দল থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর যারা আর্জেন্টিনার ভক্ত তাঁরা এবার চেয়ে আছেন মেসির দিকে। নিজের পায়ের যাদুতে পুরো বিশ্বকে কাঁপাবেন এমনটাই আশা করছেন পুরো বিশ্বের ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার রোজারিও-এর একটি দৈনিক পত্রিকা লা ক্যাপিটালে মেসির সাক্ষাৎকার ছাপা হয়েছিলো।
এতো বড় ফুটবল তারকার সাক্ষাৎকার ছাপাটাই স্বাভাবিক, তাই না? কিন্তু এই ক্ষেত্রে ঘটনা একটু ভিন্ন। কারণ মেসি তখন এতো বড় তারকা ছিলেন না। মাত্র ১৩ বছর বয়স ছিলো তার। ছোট্ট সেই ফুটবল তারকার তখনকার পছন্দ কি ছিলো? আসুন ফিরে যাওয়া যাক মেসির ১৩ বছর বয়সে। একনজরে দেখে নেয়া যাক সেই সময়ের সাক্ষাৎকার ও মেসির শিশুতোষ কিছু উত্তর।
আপনার আদর্শঃ আমার জীবনের আদর্শ দুই জন; আমার বাবা জর্জ এবং আমার দাদা ক্লাওডিও।
সেরা কোচঃ সবাই, কারণ সবাই আমাকে ফুটবল খেলা শেখাতে সাহায্য করেছেন।
আপনার প্রিয় খেলোয়াড়ঃ আমার ভাই এবং আমার কাজিন।
আপনার পছন্দের টিমঃ নিউ ওয়েলস ওল্ড বয়েজ
শখঃ গান শোনা
পছন্দের টিভি প্রোগ্রামঃ Primicias (আর্জেন্টিনার তখনকার সময়ের একটি জনপ্রিয় টিভি প্রোগ্রাম।
প্রিয় ম্যাগাজিনঃ Pasión rojinegra (মেসির প্রিয় টিমের একটি ম্যাগাজিন)
পছন্দের বইঃ বাইবেল
প্রিয় রংঃ নীল
প্রিয় সিনেমাঃ বেবিস ডে আউট
ফুটবলের বাইরে প্রিয় খেলাঃ হ্যান্ড বল
প্রিয় মডেলঃ নিকোল নিউম্যান
পছন্দের খাবারঃ চিকেন সালাদ
স্কুলের প্রিয় সাবজেক্টঃ ল্যাঙ্গুয়েজেস
বর্তমান লক্ষ্যঃ হাই স্কুল শেষ করা
দীর্ঘ মেয়াদী লক্ষ্যঃ সেরা হওয়া
আনন্দের মূহূর্তঃ যখন U10 চ্যাম্পিয়ন হয়েছিলাম
কষ্টের মূহূর্তঃ যখন আমার দাদি মারা গিয়েছিলো
স্মৃতিময় মূহূর্তঃ যখন দাদী আমাকে প্রথম ফুটবলার বাছাইয়ে নিয়ে গিয়েছিলো
পরিবারঃ আমার বাবা জর্জ, মা সেলিয়া, রোদ্রিগো ভাইয়া এবং দুই বোন নাটালিয়া ও মারিসল।
বেস্ট ফ্রেন্ডঃ অনেকজন আছে