DMCA.com Protection Status
title=""

কুমিল্লায় ব্যাবসায়ী সুমু হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

2200কুমিল্লায় ব্যবসায়ী আহসান হাবিব সুমু হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সালেহ আহমেদ রাসেলসহ ৩ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকার মৌচাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল, ছাত্রলীগ কর্মী সাইফুল ও শওকত।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফের নেতৃত্বে কান্দিরপাড় ফাড়িঁ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলাম বিকেলে পুলিশের একটি বিশেষ দল ঢাকার মৌচাক এলাকায় অভিযান চালায়।

এসময় ওই এলাকার আনারকলি মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুমু হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেল, সাইফুল ও শওকত নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৩ আসামিকে সঙ্গে নিয়ে অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ মে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ওই কলেজের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতা রাসেলের নেতৃত্বে কলেজের অদূরে মুন্সেফবাড়ি এলাকায় ছাত্রলীগের গিট্টু চক্রবর্তীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করা হয়।

এসময় কুমিল্লার সদর এমপির ভাতিজা আহসান হাবিব সুমু ঘটনাস্থলে গিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মেজর(অবঃ)হাবিবুছ সাকেরিন বাদী হয়ে সালেহ আহমেদ রাসেলসহ ১৫ জনকে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!