DMCA.com Protection Status
title=""

রাজধানীতে জমি দখলকে কেন্দ্র করে ৫ র‌্যাব সদস্য আটক

image_95045_0দৈনিক প্রথম বাংলাদেশ অনুসন্ধানঃ   জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষের হয়ে জমিদখলে সহযোগিতা করার অভিযোগে ৫ র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।





রোববার রাতে রাজধানীর উত্তরখানে এ ঘটনা ঘটে। আটক ৫ র‌্যাব সদস্যের মধ্যে দুই জনের নাম জানা গেছে। এরা হলেন, কর্পোরাল মিজানুর ও কর্পোরাল আনিসুর রহমান।





জানা যায়, উত্তরখানে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। রোববার রাতে র‌্যাবের ৫ সদস্য একটি পক্ষের হয়ে ঐ জমি দখলে সহযোগিতা করতে যায়। এতে জমির অন্য মালিক থানায় অভিযোগ করলে পুলিশ এই ৫ র‌্যাব সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।





র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমৎ হায়াৎ ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘এরা আমাদের সদস্য, তবে র‌্যাব হেড কোয়ার্টারে জব করে। একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু একটা হয়েছে। তারা হয়তো সিভিল পোশাকে সাধারণ মানুষের সঙ্গে সেখানে ছিল।’





এই বিষয়ে র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইং এর পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this post

scroll to top
error: Content is protected !!