DMCA.com Protection Status
title="৭

অতীতের ভুল থেকে শিক্ষা নেবঃমিশরের নতূন প্রেসিডেন্ট আল সিসি

image_95079_0মিশরের সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর অতীতের ভুল শুধরে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
মিশরের নির্বাচনে বিপুল  ভোটে জয়ী হওয়ার পর ৫৯ বছরের সিসিকে গত সপ্তাহে দেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। একতরফা ওই নির্বাচনে তিনি শতকরা ৯৬.৬ ভাগ ভোট পেয়েছিলেন। গণতান্তিকভাবে নির্বাচিত দেশের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার প্রায় এক বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।তবে ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসীর দল এই নির্বাচন বয়কট করলে তার এই নির্বাচন অনেকটা একতরফা হয় যায় এমন কি নজীর বিহীন ভাবে পরপর তিনদিন ভোট গ্রহনের সময় বাড়ানো হয় কারন ভোটারদের উপস্থিতি ছিলো খুবই কম।জনাব সিসি সরাসরি পশ্চিম বিশ্বের সমর্থন পেয়ে নির্বাচিত হলেন।
 
রোববার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিসি সর্ব্বোচ্চ সাংবিধানিক আদালতের সাধারণ সভায় চার বছরের জন্য মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে অভিষেক ভাষণে তিনি বলেন,‘ মিশরের জনতা দেশের আভ্যন্তরীণ ও পররাষ্ট্র সংক্রান্ত ঘটনাবলীয় সাক্ষী হয়ে আছে।এই জনতাকে সাক্ষী রেখে অঙ্গীকার করছি, অতীতে আমরা যেসব ভুল করেছি তা শুধরে নিব।’
 
তিনি আরো বলেন,‘ এখন দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সময় এসেছে। আমাদের সততা ও মূল্যবোধের ভিত্তিতে দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।’

প্রসঙ্গত, সিসি হলেন মিশরের ষষ্ঠ প্রেসিডেন্ট যিনি সেনাবাহিনী থেকে এসে দেশের প্রেসিডেন্ট হয়েছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!