বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফেভারিট দেশের পতাকায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ছেয়ে গেলেও তা নিয়ে এখন দেখা দিয়েছে বিপত্তি৷ দেশের কোথাও কোথাও বাড়ির ছাদে বা ভবনে লাগানো ভিনদেশি পতাকা নামিয়ে ফেলতে বলেছে স্থানীয় প্রশাসন৷
তবে বিজ্ঞজনরা বলছেন এখন বিশ্বব্যাপি ফুটবল উন্মাদনা চলছে প্রায় প্রতিটি দেশে ।বিশ্বে দু শতাধিক দেশ থাকলেও বিশ্বকাপে খেলছে মাত্র ৩২টি দেশ এবং বিশ্বের প্রথম সারীর ফুটবল শক্তির দেশগুলোর সমর্থক রয়েছে সবদেশে ছড়িয়ে ছিটিয়ে।এই নির্মল আনন্দ থেকে তাদের বঞ্চিত করার কোনো মানে হয় না বলে সর্বসাধারন মনে করেন।
সোমবার যশোর জেলা শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দেয় জেলা প্রশাসন৷ ২৪ ঘণ্টার মধ্যে টাঙানো ভিন্ন দেশের পতাকা নামাতে জেলা প্রশাসনের নির্দেশ জারির পর মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় টাঙানো প্রায় সব পতাকা নামিয়ে ফেলা হয়েছে৷ তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শহরের কয়েকটি বাড়ি ও ভবনে বিদেশি পতাকা উড়তে দেখা গেছে বলে জানান যশোরের সাংবাদিক মাইনুল ইসলাম৷
যশোরের জেলা প্রশাসন সোমবার শহরে টাঙানো পতাকা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দেন৷ স্থানীয় গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠানো হয়৷ মঙ্গলবার সন্ধ্যায় সময়সীমা শেষ হয়েছে৷ উপজেলা পর্যায়ে পতাকা নামাতে বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে৷
জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে শহরে জেলার আট উপজেলার বিভিন্ন এলাকার মাইকে প্রচার চালানো হয়েছে ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার জন্য৷
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২-এর বিধি ৯ (৪) অনুযায়ী দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না৷'
এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘বিশ্বকাপ উন্মাদনায় যশোরে যতগুলো বিদেশি পতাকা তোলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এর চার ভাগের এক ভাগও পতাকা দেখি না৷ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনার অভাব রয়েছে৷ ওই চেতনায় নাড়া দেওয়ার জন্যই বিদেশি পতাকা নামানোর জন্য মানুষকে অনুরোধ জানানো হয়েছে৷''
যারা ভিনদেশি পতাকা নামাবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেগুলো প্রশাসন লোক দিয়ে নামিয়ে ফেলবে৷''
সাংবাদিক মাইনুল ইসলাম জানান, ‘‘এই নির্দেশ নিয়ে জেলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷”
এদিকে দেশের পিরোজপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইলসহ কয়েকটি জেলায় যোগাযোগ করে জানা যায় সেখানে বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ফেভারিট দেশের পতাকা ওড়াতে কোনো নিষেধাজ্ঞা নেই৷ ঢাকা শহরের বাসাবাড়িসহ বিভিন্ন ভবনের ছাদে এখন আর্জেন্টিনা-ব্রাজিলসহ বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোর হাজার হাজার পতাকা উড়ছে৷ ঢাকায় সচিবালয়ে যোগাযোগ করে বিশ্বকাপ উপলক্ষে ভিনদেশি পতাকা না ওড়াতে সরকারি কোনো নিষেধাজ্ঞার খবর পাওয়া যায়নি৷
আর একদিন পর বিশ্বকাপের আসর শুরু হবে৷ তাই যশোরের ঘটনায় বিভিন্ন দেশের সমর্থকরা পতাকা নিয়ে অস্বস্তিতে পড়েছেন৷ তাদের কথা একই – নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত সারা দেশে জারি হলে আনন্দে কিছুটা হলেও ভাটা পড়বে৷