এবারের মিস ইউএসএ’র খেতাব জিতলেন মিস নেভাদা নিয়া সানচেজ। যুক্তরাষ্ট্রের নেভাদা প্রদেশের ২৪ বছর বয়সী এ সুন্দরী সাবেক তায়কোয়ান্দো প্রশিক্ষক।
রোববার ছয় ফাইনালিস্টকে পেছনে ফেলে মিস ইউএসএ-২০১৪ এর মুকুট ওঠে তার মাথায়। গত বছরের বিজয়ী এরিন ব্র্যাডি নতুন বিজয়ীর মাথায় তুলে দেন সেরার শিরোপা।
মিস ইউএসএ নির্বাচনের মতো উৎসবে তার কোনো নিরাপত্তার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্ন করা হয় নিয়াকে।
টানা ৩ ঘণ্টার প্রতিযোগিতায় লাল ইভনিং গাউনে তরতাজা নিয়ার উত্তর ছিল, “মহিলাদের নিরাপত্তার প্রয়োজন নেই। তাঁদের মধ্যে সতর্কতা গড়ে তুলতে হবে, নিজেদেরই এমনভাবে প্রশিক্ষিত হতে হবে যাতে নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারেন।”
এ দিন ফার্স্ট রানার আপ হন নর্থ ডাকোটা প্রদেশের ২০ বছরের অড্রা মোরি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন জর্জিয়া, লুসিয়ানিয়া ও ফ্লোরিডার প্রতিনিধিরা।
টুইটারে ভক্তদের ভোটে নির্বাচিত হয়ে ষষ্ঠ স্থান পেয়েছেন আইওয়া প্রদেশের প্রতিনিধি।