ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিললো না প্রত্যাশিত সাম্বা নৃত্যের প্রদর্শনীর। এ কারণে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের প্রত্যাশা পূরণ হয়নি।মাত্র ২৫ মিনিটের ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এমন হতাশার কথা জানিয়ে বাংলাদেশের হাজারো দর্শক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরা হলেও সাম্বা না থাকায় ঢাকার আর্জেনটাইন সমর্থক আহমেদ আজম দৈনিক প্রথম বাংলাদেশকে জানিয়েছেন, ব্রাজিলে হচ্ছে বিশ্বকাপ। আর সাম্বা নাচ হবে না তাকি হয়! এমন সাদামাটা উদ্ভোধনীহবে ভাবতেই পারিনি।
সাথে সাথে সাও পাওলোর নিউ করিন্থিয়ানস স্টেডিয়ামে হাজারো দর্শকদের পাশাপাশি টিভিতে দেখা কোটি কোটি দর্শকও হতাশ হয়েছেন। এত অল্প সময়ের বিশ্বকাপ উদ্বোধন অনুষ্ঠান এর আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন আরো কয়েকজন।
স্বল্প বসনে সংগীতের তালে তালে শরীরের নাচুনির সঙ্গে নাচিয়ে তুলবেন সাম্বা নাচনেওয়ালিরা। এমনটা দেখার প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। তবে আজকের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে ব্রাজিল সমর্থকদের সেই দুঃখ ঘুচাবে বলে মনে করেন তিনি।