দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ বিগত বছরগুলোতে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেটের সব আয়োজন বড় পর্দার মাধ্যমে দেখানো হতো। কিন্তু এ বছর বিষয়টি একদমই ভুলেই গেছে। এরই মধ্যে বিশ্বকাপের উদ্বোধন হয়ে গেছে। জমকালো এ অনুষ্ঠানটি বড় পর্দায় দেখতে পায়নি ফুটবলপ্রেমী রাজধানীবাসী। এখন পর্যন্ত বড় পর্দায় খেলা দেখানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই রাজধানীবাসী ব্যথিত ও ক্ষুব্ধ।তবে রাজনৈতিক নেতৃত্ব না থাকায় এধরনের জনহিতকর উদ্যোগ নেয়া আমলাদের পক্ষে সম্ভব হচ্ছেনা বলে জনগনের ধারনা।
তবে বেসরকারী উদ্যোগে রাজধানীর কয়েকটি স্থানে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো বড় পর্দায় দেখানোর ব্যাবস্থা সকলের সাধুবাদ অর্জন করেছে ।রাজধানীর অন্যতম ব্যস্ত মোড় শাহবাগে ঢাকা ব্যাংকের সৌজন্যে এবং ইভেন্ট টাচ ইন্টারন্যাশনালের ব্যাবস্থাপনায় বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো বিশাল পর্দায় দেখানো হচ্ছে গতকাল থেকে।এব্যাপারে ইভেন্ট টাচের কর্নধার মেজর(অবঃ)ফেরদৌস দৈনিক প্রথম বাংলাদেশ কে বলেন ঢাকা ব্যাংকের মতো অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে এধরনের মহতি উদ্যোগ দেশ জুড়ে নেয়া সম্ভব,এতে সমাজের সুবিধা বঞ্চিত অংশও বিশ্বকাপের আনন্দ উপভোগে সামীল হতে পারবে।
বড় পর্দায় খেলা দেখানো হবে কিনা তা জানতে গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হকের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আসলে আবহাওয়া অনুকূলে না থাকা, অধিক রাত হওয়া ও আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে সম্ভবত এবার তা করা হচ্ছে না। এর পরেও সামনের ম্যাচগুলো দেখানোর চেষ্টা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে বাজেট অধিবেশনটাই আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে। তাছাড়া ইতিপূর্বে বিষয়টি আমার মাথায়ও ছিল না।’
এ বিষয়ে শুক্রবার তার সঙ্গে আবারও কথা হলে তিনি বলেন, ‘ইভেন্ট টাচ ইন্টারন্যাশনাল নামে একটি বিজ্ঞাপনি সংস্থা ডিসিসি থেকে অনুমতি নিয়ে ফার্মগেট ও বনানী প্লে গ্রাউন্ড এলাকায় খেলা দেখাচ্ছে।’
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আসলে বিষয়টি নিয়ে আমরা সিদ্ধান্তহীনতায় রয়েছি। খেলার আগ মুহূর্তে আপনারা বিষয়টি আমাদের নজরে এনেছেন। এখন হয়তো আর সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে না। তবে ডিসিসি উদ্যোগে নিলে তা সম্ভব হবে।’
ডিসিসির সিদ্ধান্তহীনতায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমী রাজধানীবাসী। তারা বলছেন, এমন অজুহাত আমাদেরকে চরম ব্যথিত করেছে।
ফুটবলপ্রেমীরা বলছেন, গত টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের সময়ও রাজধানীর বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছিল তারা (ডিসিসি)। বিগত বিশ্বকাপ ফুটবলের সময়ও বড় আসরে এ আয়োজন ছিল। তখন হাজারো দর্শক বড় পর্দায় বিশ্বকাপের সেসব আয়োজন উপভোগ করেছে।’
পড় পর্দায় খেলা না দেখতে পেয়ে রাজধানীর ফকিরেরপুলের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে ক্রিকেটের চেয়ে ফুটবলেরই দর্শক বেশি। ক্রিকেট বিশ্বকাপে বড় পর্দায় ফুটবল দেখতে পেয়ে আমরা খুব মজা পেয়েছি। কিন্তু এ বছর একা একা বাসায় বসেই খেলা দেখতে হচ্ছে। আসলে একা খেলা দেখায় খুব একটা মজা পাওয়া যায় না।’
পল্টনের রিকশাওয়ালা জসিম উদ্দিন বলেন, ‘সারাদিন রিকশা চালিয়ে মনে করছিলাম রাতে খেলা দেখবো। কিন্তু রাজধানী ঢাকার কোথাও কোনো বড় পর্দা দেখিনি। অথচ বিগত বছরগুলোতে সিটি করপোরেশন বড় পর্দায় খেলা দেখাতো। কিন্তু বিশ্বকাপের প্রথম খেলাটা দেখতে পারিনি।’