DMCA.com Protection Status
title=""

রাজধানীর মিরপুরের কালশী রণক্ষেত্রঃএখন পর্যন্ত নিহত ৯(নয়) আহত অসংখ্য

পবিত্র শবে বরাতের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিহারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মিরপুরের কালশী এলাকা।clash_14843_0

আগুনে পুড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এর মধ্যে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শুক্রবার ভোররাতের দিক থেকে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত তিন জন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- পুলিশের সোর্স আসলাম (৪৫), স্থানীয় পানের দোকানদার বদরুদ্দিন (৪৫) ও স্কুল ছাত্র আরজু। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ এলাকায় প্রবেশ করলে পুলিশের সাথে এলাকাবাসীর ব্যপক সংঘর্ষ শুরু হয় এবং বেশ কিছু বাড়ীঘর এবং দোকান পাটে অগ্নি সংযোগ  করা হয়েছে।

Share this post

error: Content is protected !!