বিগত পাঁচ বছরে সরকারিভাবে ৪৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করা হয়েছে। অপরদিকে সরকারি খাদ্য গুদামে খাদ্যশস্যের মজুদ রয়েছে ১১ লাখ মেট্রিক টনেরও বেশি রয়েছে যা সন্তোষজনক বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।তবে কি প্রধানমন্ত্রী সহ সরকারের দাবী অনুযায়ী বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন, এই দাবী মিথ্যা এবং বিভ্রান্তিকর?
মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসসকে তথ্য জানিয়েছেন।
চট্রগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার গত মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে (২০০৯-১৪ পর্যন্ত) বিগত পাঁচ বছরে সরকারিভাবে ৪৭ লাখ ১৭৭ হাজার ৮৩ মেট্রিক টন খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে চাল ১৭ লাখ ৬৮ হাজার ৩৫৭ মেট্রিক টন চাল এবং ২৯ লাখ ৪৯ হাজার ৪২৬ মেট্রিক টন গম রয়েছে।
সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সদস্য বেগম ফজলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অদ্যাবধী অভ্যন্তরীণভাবে ৬০ লাখ ৮৯ হাজার ৪৫৬ মেট্রিক টন খাদ্য শস্য সংগ্রহ করেছে। এর মধ্যে ৫৬ লাখ ৩১ হাজার ৬৭৩ মেট্রিক টন চাল ও ৪ লাখ ৫৭ হাজার ৭৮৩ মেট্রিক টন গম রয়েছে।”
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১০ জুন ২০১৪ তারিখের পরিসংখ্যান অনুযায়ী সরকারি খাদ্য গুদামে খাদ্য শস্যের মজুদ রয়েছে ১১ লাখ ২৮ হাজার ২৫৫ মেট্রিক টন। এর মধ্যে চাল সাত লাখ ১৭ হাজার ৪২২ মেট্রিক টন এবং চার লাখ ১০ হাজার ৮৩৩ মেট্রিক টন গম রয়েছে। এই পরিমাণ খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক বলে জানান খাদ্যমন্ত্রী।