মাদকদ্রব্যের পাশাপাশি ভারতীয় সীমান্ত দিয়ে ব্যাপকহারে যৌন উত্তেজক ট্যাবলেটও প্রবেশ করছে দেশের ভেতর। শুধু এক মাসেই (চলতি বছরের মে) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত থেকে অবৈধপথে দেশে আনার পথে ১ লাখ ৩ হাজার ৭৯০টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে। গত মাসে বিজিবি আটক করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও। মাদকের মধ্যে ছিল ৪৫ হাজার ৫৩১ বোতল ফেনসিডিল, ৭৫ হাজার ৪৫৩টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪১৮ কেজি গাঁজা, ১৯ হাজার ১৪০ বোতল বিদেশি মদ, ২ হাজার ৪৮৪ ক্যান বিয়ারসহ অন্যন্য মাদকদ্রব্য।
এভাবে ব্যপকহারে মাদকদ্রব্য ও যৌন উদ্দিপক ঔষধের অবাধ আগমনের ফলে দেশে ধর্ষন,খুন ও অনান্য অপরাধ বেড়ে গিয়ে সামাজিক ভারসাম্য হারাতে বসেছে বলে সংস্লিষ্ট মহল মনে করছেন।
বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মে মাসে বিজিবি ৭০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের চোরচালানকৃত পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করে। এসময় আটক করা হয় ১ হাজার ৫৬ জনকে। সেই সঙ্গে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়। অস্ত্রের মধ্যে ছিল ৬টি পিস্তল, ২টি রিভলবার, ৩টি বন্দুকসহ বোমা, গুলি ও ম্যাগজিন।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও চোরাচালানের অভিযোগে মে মাসে আটক করা হয় ১ হাজার ৫৬ জনকে। এরমধ্যে চোরাচালানের অভিযোগে আটক করা হয় ৯৭ জনকে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের নাগরিক ছিল ৬১০ ও ভারতীয় ১৬ জন। সীমান্তে পাচারের সময় ৭০ নারী ও ২৬টি শিশুকে উদ্ধার করে বিজিবি। আটক করা হয় ২ পাচারকারীকে।