মন্ট্রিয়ল প্রবাসী সবার প্রিয় সদা হাস্যজ্জল রশিদ খান(কমিশনার)আর আমাদের মাঝে নেই।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাই হে রাজেউন।তিনি মস্তিস্কে রক্তক্ষরনের কারনে মনট্রিয়ল জেনারেল হাসপাতালে প্রায় দশদিন মৃত্যর সাথে পান্জা লড়ে অবশেষে শেষ নিঃশাস ত্যাগ করেছেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।চির কুমার রশিদ খান ছিলেন কম্যুনিটি অন্ত প্রান এবং সদা হাস্যোজ্জল এক ব্যাক্তিত্ব।তার অকাল মৃত্যুতে মন্ট্রিয়লের বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এই সদালাপী নিঃসঙ্গ ব্যাক্তিটির মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন থাকলেও বিষয়টি পুলিশের তদন্তাধীন থাকায় এখনও আসল ঘটনা উদঘাটি হয়নি তবে অচিরেই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে আশা করছে সকল বাংলাদশীগন।
আগামীকাল শুক্রবার বাদ জুমা সেন্ট লরেন্টস্থ ইসলামিক সেন্টার মসজিদের তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে,অতঃ পর মরহুম রশিদ খানের মরদেহ বিমান যোগে বাংলাদেশে তার গ্রামের বাড়ি চাদপুরে প্রেরন করা হবে।
মন্ট্রিয়লের সকল বাংলাদেশী ভাই বোনদের জনাব রশিদ খানের জানাজায় সামীল হতে বিশেষ ভবে অনুরোধ করা হচ্ছে।