DMCA.com Protection Status
title=""

ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম গুলিবিদ্ধঃ মামলা হয়নি দু’দিনেও, ছায়া তদন্তে গোয়েন্দা পুলিশ

image_96765_0আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দুই দিন পার হলেও কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। মামলা না হলেও এ ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।



শামীম বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএসএইচ) নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

 

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এসময় তার বাম হাতে দুইটি গুলিবিদ্ধ হয়। তবে মামলা না হলেও জড়িতদের ধরতে ঢাকা মহানগর গোয়েন্দ পুলিশের (ডিবি) কয়েকটি টিম কাজ করছে বলে জানা গেছে।



আহত শামীমের ভাই জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরিচালক একেএম আমিনুল হক  দৈনিক প্রথম বাংলাদেশ কে বলেন, ‘শামীমের অবস্থার উন্নতি হচ্ছে। তবে গুলিবিদ্ধ জাগায় সংক্রমণ বা পচন ধরে কি না সে আশঙ্কায় চিকিৎসকরা নিবির পর্যবেক্ষণে রেখেছেন।’



শুক্রবার রাত ৮টায় মামলার বিষয়ে ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক দৈনিক প্রথম বাংলাদেশকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা করা হয়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার পরিবারে লোকজন মামলা করতে আসার কথা ছিল। অবশ্য পরিবারের সবাই শামীমের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হচ্ছে। তবে ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানা যায়।



এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার পরই গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত এনামুল হক শামীম এবং তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছে। এ ঘটনায় সর্বাধিক গুরুত্ব দিয়ে তারা কাজ করছেন। তাদের কয়েকটি টিম অপরাধীদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে বলেও সূত্র জানায়।

Share this post

scroll to top
error: Content is protected !!