DMCA.com Protection Status
title="৭

নিজামীর অসুস্থতায় পেছালো রায় ঘোষনা

index12 সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহুর্তে পিছিয়ে গেল রায় ঘোষণা। নিজামী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে আদালতে হাজির করা যায়নি। ফলে, রায় ঘোষণার দিনক্ষণ পিছিয়ে দিতে হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মতিউর রহমান নিজামী সোমবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ বেড়ে যায়। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি। তাই তাকে আজ আদালতে হাজির করা হয়নি।

নিজামীর আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, “আসামির অনুপস্থিতে রায় ঘোষণা আইন অনুযায়ী হবে না।” যুদ্ধাপরাধের ১৬ অভিযোগে অভিযুক্ত জামায়াতের এই নেতার বিরুদ্ধে মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন রেখেছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তবে হঠাৎ করে অসুস্থতার কারনে রায় ঘোষনা স্হগিত করার পেছনে অন্য কোনো কারন বা সরকারের সাথে কোন সমঝোতা হয়েছে কিনা এ ব্যাপারে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে আজ রায় ঘোষণা না হওয়ায়, জামায়াতে ইসলামও তাদের পূর্বনির্ধারিত কর্মসূচী বাতিল করেছে। জামায়াতে ইসলামের নেতৃস্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে যে, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হতে পারে। আতঙ্কিত জামায়াতে ইসলামের নেতারা মামলার রায়ের আগেই হরতাল ঘোষণার প্রস্তুতি নিয়েছিল। জমায়াত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় যাই হউক, টানা দুই দিনের হরতাল ঘোষণা করবে জামায়াত।

Share this post

scroll to top
error: Content is protected !!