সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে, তবে এর জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
সোমবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। দীপু মনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, তাই সরকারের মেয়াদ পূর্ণ হলেই কেবল নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে।এর জন্য অপেক্ষা করুন।
এ সময় সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর আগে সকাল ১১ টা ৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে দীপু মনি বলেন, তান্ডব বন্ধ করুন, সংলাপে বসুন। এর আগে দল ,পুত্র ও নিজেকে সংশোধন করুন। এখন সমস্যতো জাতির নয় আপনার। তিনি বলেন, আওয়ামী লীগ স্বপ্ন দেখাতে পারে বাস্তবায়নও করতে পারে। পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয় বাস্তবে রূপান্তর হতে যাচ্ছে।