DMCA.com Protection Status
title=""

বেগম খালেদা জিয়া-সুষমা স্বরাজ বৈঠক ২৭ জুন

image_97344_0 (1)বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২৭ জুন সকালে বৈঠক করবেন। মঙ্গলবার মধ্যরাতে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ বৈঠকের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।  

ভারতের নতুন সরকারের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকালে বেগম খালেদা জিয়ার সাথে  সাক্ষাতের কথা না থাকার ঘোষনা সরকার বারবার দিয়ে আসলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।



বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সাড়ে ১২টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে মারুফ কামাল খান সোহেল বলেন, ‘এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সুষমা স্বরাজের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। এবার সুষমা ঢাকা সফরে আসছেন। সে উপলক্ষে আগামী ২৭ জুন সকালে সুষমার সঙ্গে বেগম জিয়ার বৈঠক হবে।’



তবে বৈঠকের স্থান ও সময় পরে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।

Share this post

scroll to top
error: Content is protected !!