DMCA.com Protection Status
title=""

বিএনপির স্থান দখলে নেবে জাতীয় পার্টি : এরশাদ

image_87790_0জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, “বিএনপি এখন দিশেহারা, তাদের এখন সংকট চলছে। আগামীতে আমরা বিএনপিকে হটিয়ে তার জায়গা নেব।”



মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এরশাদ বলেন, “দুই নেত্রী ও দুই দলকে দেশের মানুষ আর চায় না। আগামী আমরা নির্বাচানে অংশ নেবো। বাংলাদেশকে দুই দলের হাত থেকে রক্ষা করতে হবে।”



তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তির একমাত্র ধারক বাহক আমরা। বিএনপি এখন দিশেহারা। তাদের নেতৃত্ব-সংকট চলছে।”



এরশাদ বলেন, “আমাকে স্বৈরাচার বলা হয়। কিন্তু উনারা গণতান্ত্রিক সরকার এসে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্বাচনও দিতে পারেননি।”



জাপা চেয়ারম্যান বলেন, “নতুন মহাসচিব নিয়ে জাতীয় পার্টির পুনরায় যাত্রা শুরু হয়েছে। ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টি নির্যাতন নিপীড়নের জবাব দেবে।”



দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পুরনো মানুষ নয়, জাতীয় পার্টিতে নতুন মানুষ সৃষ্টি করতে হবে। গ্রাউন্ড ইজ রেডি এখন এর সুফল গড়ে তুলতে হবে।”



ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, এম এ হান্নান এমপি, জাতীয় পার্টির ছাত্রবিয়ষক সম্পাদ অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির নেতা মুনিম চৌধুরী বাবুল প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!