সাভারের হেমায়েতপুর এলাকায় তিন ছেলেকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বাবা। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে হেমায়েতপুর এলাকার জয়নাবড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতরা হচ্ছে- বড় ছেলে রবিউল (৮), মোস্তফা (৬), রাহাত (৪) ও তাদের বাবা আবু সাঈদ (৪০)।
নিহত তিন ছেলের মা রেখা বেগম জানান, ময়মনসিংহের গৌরীপুর এলাকার হযরত আলীর ছেলের সঙ্গে দশ বছর আগে তার ২য় বিয়ে হয়। প্রথমপক্ষের তার দুটি ছেলে সন্তান রয়েছে। এর ওপর দ্বিতীয় বিয়ের পর তিনি আরো তিন সন্তানের মা হন। মোট পাঁচ ছেলে নিয়ে স্বামীর সঙ্গে সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া থেকে হেমায়েতপুর এলাকার ম্যাছকম পোশাক কারখানায় চাকরি করেন।
বৃহস্পতিবার রাতে পারিবারিক কলেহের জ্বের ধরে তার স্বামী তাকে মারধর করেন। পরে শুক্রবার সকালে না খেয়েই তিনি বাসা থেকে বের হয়ে তার কর্মস্থলে কাজের উদ্দেশ্যে চলে যান।
এদিকে বিকেল সাড়ে পাঁচ টার দিকে কারখানা ছুটির পর বাড়িতে এসে তার কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান তিনি। এসময় অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে তার মেঝেতে তার তিন ছেলের মৃতদেহ ও স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সাভার মডেল থানার ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ আজিম উদ্দিন বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পারিবারিক কলেহের কারণেই বাবা তার তিন ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।