DMCA.com Protection Status
title="শোকাহত

দোকান বরাদ্দে জালিয়াতির অভিযোগঃসাবেক মেয়র খোকাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

khoka10ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অধিভুক্ত বঙ্গবাজারসহ দুটি মার্কেটে অবৈধভাবে দোকান বরাদ্দ দিয়ে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকেলে কমিশন এ মামলার অনুমোদন দেয়।

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদকের অনুসন্ধানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শীঘ্রই মামলাটি দায়ের করা হবে । অভিযোগটি অনুসন্ধান করেছে দুদকের উপপরিচালক আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে একটি টিম।

বংশাল থানায় মামলাটি দায়ের করা হবে বলে জানা গেছে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিসিসির নীতিমালা অনুযায়ী স্থায়ী মার্কেটে অস্থায়ীভাবে দোকান বরাদ্দ দেয়ার বিধান নেই। অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে জালিয়াতি করে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের (সাবেক গুলিস্তান হকার্স মার্কেট) ৪৯৩টি দোকান বিভিন্ন জনের কাছে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসিক ভিত্তিতে বরাদ্দ দিয়ে প্রাপ্ত অর্থ আত্মসাত্ করেছেন। অবৈধভাবে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে ডিসিসির সম্পত্তি বিভাগের ফাইলে নোটশিট পরিবর্তনসহ অন্যান্য অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে।

খোকা ছাড়া অন্য যাদের আসামি করা হচ্ছে তারা হলেন ডিসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, ডিসিসি দক্ষিণের সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ডিসিসি দক্ষিণের এস্টেট বিভাগের ২৫২৫নং নথিতে নোটশিট পরিবর্তনের মাধ্যমে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে দুটি মার্কেটের মোট ৪৯৩টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ওই নোটশিট পরিবর্তন করে নথিতে স্বাক্ষর করেন সার্ভেয়ার মোতালেব হোসেন, মুহাম্মদ বাচ্চু মিয়া, কানুনগো মোহাম্মদ আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল ও সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান। 

Share this post

scroll to top
error: Content is protected !!