DMCA.com Protection Status
title="শোকাহত

৫ই জানুয়ারীর নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো মাথাব্যাথা নেইঃস্থায়ী প্রতিনিধি ড:মোমেন

মোমেন

 সংলাপ সম্পর্কে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অবান্তর বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘মিডিয়া নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সংলাপ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নূন্যতম আলোচনা হয়েছে। এটা প্রধান আলোচ্য বিষয় ছিল না। কিন্তু মিডিয়াতে মনগড়া, বানোয়াট সংবাদ ছাপা হয়েছে। এগুলো বর্জন করা উচিৎ।’

সোমবার বেলা সোয়া ৩টায় সিলেট সার্কিট হাউসে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘে কোনো নেতিবাচক ধারণা নেই। এসব নিয়ে তাদের মাথাব্যাথাও নেই।’

ড. মোমেন বলেন, ‘আজ থেকে ৫ বছর আগে মাত্র ৩ জন বাংলাদেশি জাতিসংঘে কাজ করতো। এখন জাতিসংঘ সদর দপ্তরে ২২ জন পিসকিপার কাজ করছে। গতবছর বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১৫ জনকে বিভিন্ন সেক্টরে নিয়োগ করা হয়েছে।’

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মডেল হিসেবে পরিচিতি লাভ করছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের এই এগিয়ে চলার পথে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে বাইরের যে কোনো দেশ আমাদের সম্মান দেখায়।’ এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়াম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!