DMCA.com Protection Status
title="৭

নারায়ণগঞ্জে সাত খুন সন্ত্রাসীদের শেকড় অনেক গভীরেঃ নূর হোসেনের অপেক্ষায় তদন্ত কমিটি

images10নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের আগে আদালতে কোনো প্রতিবেদন দেয়া ঠিক হবে না বলে মনে করছেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা প্রশাসনিক তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা। তিনি বলেছেন, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের দেশে ফেরার অপেক্ষায় আছে তদন্ত কমিটি।

 

বৃহস্পতিবার সচিবালয়ে দৈনিক প্রথম বাংলাদেশকে এসব কথা বলেন প্রশাসনিক তদন্ত কমিটির প্রধান।



৯ জুলাই সাত খুনের তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ রয়েছে হাইকোর্টের।



শাহজাহান আলী মোল্লা বলেন, “কমিটি মনে করছে, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন অত্যন্ত জটিল ব্যাপার। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের শেকড় অনেক গভীরে প্রোথিত। তাই নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।”



তদন্ত কমিটির প্রধান বলেন, “প্রধান আসামি নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ ছাড়া সঠিক তদন্ত সম্ভব হবে না। পররাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, নূর হোসেনকে ভারত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। আমরা তা আমলে নিয়ে তার ফিরে আসার অপেক্ষায় আছি।” তিনি বলেন, “ভারতে গ্রেফতার নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের আগে আদালতে কোনো প্রতিবেদন দেয়া ঠিক হবে না।”



নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, “এ ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। তদন্তের স্বার্থে অনেক কিছুই বলা সম্ভব নয়।” এ-যাবৎ কমিটি তিন শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান সচিব।  



নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গত ৬ মে সাত সদস্যের প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।



কমিটি গণতদন্তের মাধ্যমে ওই অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটন এবং অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বলেন আদালত।



অপহৃত সাতজনের মৃতদেহ উদ্ধারের দিন নারায়ণগঞ্জ ছাড়েন প্রধান অভিযুক্ত নূর হোসেন। এরপর তিনি ভারতে পাড়ি দেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। সরকার বলছে, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকার সম্মত হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!