DMCA.com Protection Status
title="৭

নিজামী সম্পূর্ন সুস্থঃ স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে

image_89056_0জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সুস্থ হয়ে উঠেছেন। তাকে হাসপাতাল থেকে নিজ কক্ষে (সেল) পাঠানো হয়েছে।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।



বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে নিজ কক্ষে পাঠানো হয়।



ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ জানায়, কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা নিজামী সুস্থ হয়ে উঠেছেন।  সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তার স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদন তৈরি করে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।



কারা কর্তৃপক্ষ আরো জানায়,  নিজামীকে বৃহস্পতিবার সকালে কারা হাসপাতাল থেকে সেলে নেয়া হয়েছে।



নিজামীর স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।



২৪ জুন ট্রাইব্যুনাল-১-এ নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

কিন্তু এর আগের দিন গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী নিজামী অসুস্থ হয়ে পড়েন। সকাল পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার মতো সুস্থ না হওয়ায় কারা কর্তৃপক্ষ তা ট্রাইব্যুনালকে জানায়।

আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় রায় তৃতীয়বারের মতো অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখা হয়।

ওই সময় ট্রাইব্যুনাল আদেশে বলেন, যত দ্রুত সম্ভব নিজামীর স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত প্রতিবেদন ট্রাইব্যুনালকে পাঠাতে হবে। ২৬ জুন কারা কর্তৃপক্ষ একটি স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে পাঠায়। এরপর আজ দ্বিতীয় প্রতিবেদন পাঠানো হলো।

Share this post

scroll to top
error: Content is protected !!