DMCA.com Protection Status
title=""

ফের বিয়ের পিঁড়িতে চাকমা রাজা

Raja-3444আবারো বিয়ের পিঁড়িতে বসছেন চাকমা সার্কেল চিফ( রাজা )  ব্যারিস্টার দেবাশীষ রায়। কনে ইয়েন  বান্দরবানের রাখাইন সম্প্রদায়ের মেয়ে।

শুক্রবার রাঙামাটি শহরের ত্রিদ্বীপ এলাকায় আগুনে পুড়ে যাওয়া চাকমা রাজবাড়িতে অনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে চাকমা রাজা স্থানীয় গণমাধ্যমকে পাশ কাটিয়ে অনেকটা গোপনেই দাওয়াত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ইতোমধ্যে বিয়ে সম্পাদনে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ দেশ-বিদেশের গণ্যমান্য প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্রমতে, পার্বত্য বান্দরবান থেকে বিকেলে কনে ইয়েন ইয়েনকে নিয়ে একটি দল রাঙামাটিতে পৌঁছায়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাকমা রীতিনীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়।

এর আগে গেল বছরের ১২ ডিসেম্বর রাজা দেবাশীষ রায় ও ইয়েন অস্ট্রেলিয়ায় অবস্থানকালে আংটি বদলসহ বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা করেন।

চাকমা রাজা দেবাশীষ রায়ের এটি দ্বিতীয় বিয়ে। দেড় যুগ আগে ১৯৮৯ সালে রাজার প্রথম স্ত্রী রানী তাতু রায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার এক ছেলে রাজকুমার ত্রিভূবন আর্য রায় ও মেয়ে রাজকুমারী আয়েত্রী আরাধনা রায় রয়েছে।

Share this post

error: Content is protected !!