DMCA.com Protection Status
title="৭

সমুদ্র জয়: হাসিনা সরকারের এ তথাকথিত বিজয় রূপকথার গল্পের মতো

116ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার জয় করেছে বাংলাদেশ। যা বর্তমান সরকারের বিরাট সাফল্য বলে মনে করছে ক্ষমতাসীন দলের অঙ্গ প্রতিষ্ঠানগুলো। আর এ জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানাচ্ছে আওয়ামী সমর্থিত সংগঠনগুলো।

অথচ দেশের এবং বিদেশের খ্যাতনামা সমূদ্র বিশেষজ্ঞরা মনে করছেন এ বিরোধপূর্ন বিশাল সাগর খন্ড আসলে বাংলাদেশেরই অবিচ্ছেদ্য অংশ এবং স্বাভাবিক নিয়মে আমাদেরই প্রাপ্য,শুধুমাত্র আঞ্চলিক পরাশক্তি ভারতের মন এবং মান রক্ষা করতেই এর এক পঞ্চমাংশ ভারতকে দেয়া হয়েছে।তবে এই বিরোধপূর্ন অংশে বাংলাদেশ অত্যন্ত সীমিত নৌ শক্তি নিয়ে কিভাবে ভারতের মোকাবেলা করতঃ নিজ কর্তৃত্ব স্থাপন করবে তা নিয়েও  যথেস্ট সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আর   এ সাফল্যকে রূপকথার গল্প বলেই মনে করছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি।

ভারতের সঙ্গে সমুদ্র বিজয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘শেখ হাসিনা সরকারের বিজয় হচ্ছে রূপকথার মতো। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তালপট্টি কেন এখন পুরো দেশই আজ হারানোর পথে।’

উল্লেখ্য, বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার জয় করলেও বহুল আলোচিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় ‘অস্তিত্বহীন’ দক্ষিণ তালপট্টি দ্বীপ হারাতে হয়েছে।

দুদু বলেন, ‘বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে তালপট্টি দ্বীপ। অথচ এই তালপট্টি দ্বীপকেই হারিয়েছে বাংলাদেশ। এর জন্য আওয়ামী লীগ সরকারের অবহেলাই দায়ী। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা বহির্বিশ্বে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের এখন কোনকিছুর বিরুদ্ধে শক্ত করে দাঁড়ানোর সুযোগ নেই। কারণ দেশে এখন কোনো সরকার নেই। গণতন্ত্রের লেশমাত্র নাই। মানুষের কোনো অধিকার নেই। সংসদে কথা বলার কেউ নেই। কিছু খুনি ডাকাতরা দেশ চালাচ্ছে। দেশে সব ব্যাংক খালি হয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে না। এমন নেতৃত্বহীন পরিস্থিতিতে দেশ থাকে কী করে?’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আমাদের বলেন, ‘মাত্র রায় হয়েছে। আগে রায় পড়ে দেখি তারপর এ বিষয়ে বিস্তারিত বলবো।’ তবে তালপট্টি হারানোর জন্য সরকারের অবহেলা দায়ী বলে মন্তব্য করেন তিনি।

দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দৈনিক প্রথ বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ 

Share this post

scroll to top
error: Content is protected !!