বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনকে গুরুতর অসুস্থাবস্থায় দুপুরে গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির রুমে পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে গেছে। দ্রুত তাকে ঠাকুরগাঁও থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রিন লাইফ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সক আর আর খোরির তত্ত্বাবধানে ফাতেমা আমিনের চিকিত্সা চলছে।
ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ফাতেমা আমিনের ডান হাতের কবজি ও বাম হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। এজন্য বিকাল তিনটায় তার জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাতেমা আমিন প্রয়াত সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের স্ত্রী। তার বয়স এখন ৮১ বছর।
হাসপাতালে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে সামরু মির্জা, মির্জা রুহুল আমিনের ছোট ছেলে মির্জা ফয়সলসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
মির্জা ফখরুল সকলের কাছে তার মায়ের আশু রোগমুক্ত কামনায় দোয়া চেয়েছেন।