DMCA.com Protection Status
title="৭

ইএসপিএন-এর ব্লগ থেকে: বিসিবি সভাপতি পাপন চাপাবাজির গুরু

index8সারাবিশ্বে মন্দা চললেও, বাংলাদেশ চাপাবাজির বাজারে দুর্দান্ত করছে। আর এই চাপাবাজির শিল্পে সবচেয়ে এগিয়ে আছেন নাজমুল হাসান পাপন। তিনি চাপাবাজির গুরু।

ক্রিকেটাররা একটু অন্যরকম হলে কি ঘটে আমরা সবাই জানি। খেলার পর বোর্ডের শুনানি, টেবলয়েড পত্রিকাগুলোর বাড়াবাড়ি, নানান বিধি-নিষেধ সবই লেগে থাকে এই খেলোয়াড়দের কপালে।


কিন্তু বিসিবি এক্ষেত্রে ভিন্ন রকম আচরণ করেছে। সাকিবের অসদাচরণের খবর প্রকাশ পাওয়ার পর নাজমুল হাসান পাপন প্রথমে পরিস্থিতি উত্তপ্ত করে নিলেন। তিনি ঘোষণা করলেন, সাকিবের চারিত্রিক সমস্যা আছে। এই সমস্যাগুলো বাংলাদেশের ক্রিকেটে আর কারওর মধ্যে কখনও ছিল না।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে বই লেখার মতো জানাশুনা নাই আমার। কিন্তু আচরণগত সমস্যার কথা বলে সাকিবকে নিষিদ্ধ করার কোন গুরুত্বই নাই। বিশেষ করে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোন খেলোয়াড়ের চরিত্র কেমন এইগুলো দেখার সুযোগ কোথায়? কিন্তু নাজমুল হাসান পাপনের চিন্তা-ভাবনা আলাদা। তিনি মনে করেন, সাকিবের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। এবং এন্ডু স্ট্রসের মতো সাকিবকে সদব্যবহার বিষয়ক ট্রেনিং দিতে হবে। পাপন বলেন, সাকিবের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ এত অমানবিক যে, আমরা ভেবেও পাচ্ছি না কিভাবে একজন খেলোয়াড় এইগুলো করতে পারে?

বিস্ময়কর। পাপন নিশ্চয়ই সাকিবের অস্বাভাবিক চটুল কোন আচরণের কথা বলছেন! সাকিব কি করেছে আসলে? সাকিব এত ভয়ঙ্কর হলে, তাকে ঢাকার রাস্তায় হাঁটতে দেওয়া হচ্ছে কেন? এখন কি বাসে-ট্রেনে-পথে সবাই সাকিবের ভয়ে আতঙ্কিত থাকবে? মায়েরা সন্তানকে সাকিবের ভয় দেখিয়ে ঘুমাতে বাধ্য করবে?

নাজমুল হাসান পাপনকে জিজ্ঞ্যস করতে ইচ্ছা হচ্ছে, সাকিবের বিরুদ্ধে তৈরী করা চার্জশিটটা কই? তাতে কী লেখা আছে?

১. সাকিব ট্রেনিং ক্যাম্পে অংশ নেয়নি।

২. ক্যারিবিয়ান ক্রিকেট লীগ খেলতে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজ-পত্র তৈরী করেনি।

৩. নিজের স্ত্রীকে অবমাননার হাত থেকে রক্ষা করতে ড্রেসিং রুম থেকে বেরিয়ে গিয়েছিলেন।

এইভাবে হ্যারিকেন জ্বালিয়ে সাকিবের সমস্যা খোঁজা বন্ধ করেন। সততার মূর্তি সেজে আরেকজনের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। এখানে সততা-অসততার কিছু নাই। সারাবিশ্বেই যারা ভিন্ন দেশে লীগগুলোতে ভালো খেলছে তাদের জীবন বিষিয়ে তুলছে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড।

কিন্তু নাজমুল হাসান পাপনের ভাবনার জগত একেবারেই আলাদা। তিনি মনে করেন, সাকিব আল হাসানকে থামাতে না পারলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাব। সামান্য সমস্যাতেই পাপনের এই দশা! আমার মনে হয়, ম্যাচ-ফিক্সিংয়ের মতো কোন সমস্যার মুখোমুখি হলে, চাপ সামলাতে না পেরে পাপনের মাথাটাই বিস্ফোরিত হয়ে যাবে।

•প্রবন্ধটি লিখেছেন এন্ড্রু হুগস। তিনি ইএসপিএনের ক্রিকেট বিষয়ক ব্লগার। এছাড়া তিনি ক্রিকেট নিয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত বইও লিখেছেন। মূল ব্লগপোস্টটি পড়তে ক্লিক করুন।

Share this post

scroll to top
error: Content is protected !!