দৈনিক প্রথম বাংলাদেশ অনুসন্ধানঃ অব্যাহত চাপের মুখে আপোস করতে যাচ্ছেন সাকিব আল হাসান। নতুনদিনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে উত্যক্ত করার অভিযোগ এনে নিজের দায়ের করা মামলার আপোসনামায় স্বাক্ষর করে তার উকিলকে দিয়েছেন সাকিব। মামলার শুনানির পরবর্তী দিনে সাকিবের স্বাক্ষরিত আপোসনামাটি আদালতে দাখিল করা হবে।
নতুনদিনের সূত্রগুলো আরও নিশ্চিত করেছে যে, মামলার চার্জশিট ছিল সাকিবের পক্ষে। এমনকি মামলা চালানর মতো উপযুক্ত সাক্ষীও ছিল সাকিবের পক্ষে। তারপরও প্রভাশালীদের চাপের কাছে নতি স্বীকার করে সাকিব আপোস নামায় স্বাক্ষর করেছেন।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুরু থেকেই সাকিবকে এই মামলাটি তুলে নিতে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছিল। সাকিব আল হাসান মিরপুর থানায় মামলা করার পর ১৯ জুন বৃহস্পতিবার সকালে মামলার আসামী রাহিদ (২৩) নামে এক যুবককে বনানীতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাহিদ ব্যবসায়ী বজলুর রহমানের ছেলে। ওই দিন বিকালেই রাহিদকে আদালতে হাজির করা হলে তাকে জামিন দেন বিচারক। জামিনের সঙ্গে সঙ্গে মামলার নথিপত্র বিচারক নিজের খাসকামরায় আটকে রাখার কারণে কোন সাংবাদিক নথি দেখতে পাননি।
বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে যে, সাকিবকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞার কারণও এই মামলাটি। সাকিব এই মামলাটি করার পরপরই দলীয় শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে বিসিবি।
গত ১৫ জুন রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকা অবস্থায় অন্য খেলোয়াড়ের সঙ্গে সাকিব আল হাসানও ড্রেসিং রুমে বসা ছিলেন। এ সময় তিনি জানতে পারেন ভিআইপি গ্যালারীতে বসে খেলা দেখা স্ত্রী শিশিরকে বখাটেরা উত্যক্ত করছে। খবর শুনে গ্যালারিতে ছুঁটে যান সাকিব এবং বিসিবি’র কর্মকর্তাদেরকে বিষয়টি জানান। বিসিবি’র কর্মকর্তারা বিষয়টি জানার পর উত্যক্তকারীদের ধরে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দেন। পরে উত্যক্তকারীদের বিরুদ্ধে মামলাও করেন সাকিব আল হাসান।
অবশ্য, খেলা চলাকালীন ড্রেসিংরুম থেকে বেরিয়ে গ্যালারীতে যাওয়ার অভিযোগে বিসিবিতে অনুষ্ঠিত শুনানিতে নিজের দায় স্বীকার করেন সাকিব। একই সঙ্গে স্ত্রী শিশিরকে উত্যক্তকারীদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাকিব। উল্লেখ্য, ভারতের বিপক্ষে সিরিজ চলা কালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১ জুন সাকিবকে জরুরি তলব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘