সমুদ্রসীমা জয় এদেশের, নাকি বিদেশিদের? প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমন প্রশ্ন রেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ সমুদ্রসীমা জয় করেছে, কিন্তু এ সীমানার তেল গ্যাস ও খণিজ সম্পদ বাংলাদেশেই থাকবে, নাকি বিদেশিদের হাতে তুলে দেয়া হবে? এখানকার তেল, গ্যাস ও খণিজ সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেয়া হয় তাহলে এটি হবে বিদেশিদের জয়, বাংলাদেশের নয়।’
ফিলিস্তিনের গাজায় ইসারায়েলি হামলার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সিপিবির এক মিছিলোত্তর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সেলিম বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নতুন করে জঙ্গি হামলা শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ।’ অবিলম্বে এ হামলা বন্ধের আহ্বানও জানান তিনি। স্বাধীনতাকামী মানুষদের উপর হামলা করলে তার পরিনতি শুভ হয় না বলেও মন্তব্য করেন এই কমিউনিস্ট নেতা।
১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকবাহিনী এদেশের সাধারণ মানুষদের উপর যেভাবে হামলা করেছিল সম্প্রতি গাজায় ইসরায়েল সে রকম হামলা করছে বলেও মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ‘পাকবাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা করে যেমন টিকতে পারেনি, ইসরায়েলও গাজায় হামলা করে টিকতে পারবে না।’ গাজা হামলার প্রতিবাদে জাতিসংঘ নিরপেক্ষতার ভূমিকা পালন করছে না বলে মন্তব্য করেন কমিউনিস্ট পার্টির সভাপতি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদসহ অনেকে। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিলে অংশ নেন সিপিবি, বাসদ ও উদীচীর নেতাকর্মীরা।