DMCA.com Protection Status
title=""

বিএনপির আন্দোলন প্রতিহত করতে মহানগর কার্যক্রম শক্তিশালী করবে আওয়ামী লীগঃ মায়া

mayaঈদের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘দেশ রক্ষার’ আন্দোলন ঠেকাতে ঢাকা মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করা হবে। এ লক্ষ্যে ঈদের পরেই মহানগরের সব থানা ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি একথা বলেন।

মায়া বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতাবিরোধীরা কোনো আন্দোলন করতে পারবে না। ঈদের পর আমরা সচেষ্ট থেকে তাদের নাম চিরকালের জন্য বাংলার মাটি থেকে উৎত করব।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, ‘ঈদের পর উনি নাকি আন্দোলন করবেন। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। আমরা জানি আপনার দ্বারা বাংলাদেশ রক্ষা হবে না। জনগণ সেই দায়িত্ব আপনাকে দেয়নি।’

তিনি আরো বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের দেখেছেন কি না জানি না। এ কারণে আপনি এখন রাজাকার, আল বদর ও আল শামসদের কমান্ডার। আমি মনে করি, যারা বাংলাদেশে জিন্দাবাদ বলে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না।’

এসময় ঢাকা মহানগরকে শক্তিশালী করতে ঈদের পর সব থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বর্ধিতসভায় আরও বক্তব্য দেন- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!