DMCA.com Protection Status
title="শোকাহত

বিকল্প বিশ্বব্যাংক গড়বে ব্রিকস

628x471-300x199বিশ্বব্যাংক ও আইএমএফের বিকল্প আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক সংগঠন ব্রিকস।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা শেষে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রস্তাবিত বিকল্প বিশ্ব ব্যাংকের বিষয়টিই সামিটের অন্যতম প্রধান এজেন্ডা। তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবটি সামিটে পাস হয়ে যাবে।

ধারণা করা হচ্ছে ব্রাজিলের ফোরতালেজায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সামিটের শেষ দিন বৃহস্পতিবার ১০ হাজার কোটি ডলারের একটি ফান্ড গঠনের ঘোষণা দিতে পারে সংগঠনটি। এই ফান্ডটিকেই দেশগুলো ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবে। এই ফান্ডের অর্থ সদস্য পাঁচটি দেশের আর্থিক সংকট মোকাবেলার জন্যই ব্যবহৃত হবে।

বিকল্প বিশ্বব্যাংক গঠনের জন্যও পাঁচ দেশ মিলে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি ডলারের একটি ফান্ড গঠনের ঘোষণাটি আসবে এই সামিট থেকে। আক্ষরিকভাবে ব্যাংকটির নাম হবে ‘নিউ ডেভলপমেন্ট ব্যাংক’। এ ব্যাংক থেকে উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ দেয়া হবে। প্রাথমিকভাবে পাঁচটি দেশই সমান পরিমাণ অর্থ সরবরাহের মাধ্যমে ব্যাংকটি গড়ে তুলবে। তবে পরবর্তী সময়ে অন্যান্য দেশগুলোকেও সুযোগ দেয়া হবে।

তবে ব্রিকসের বিকল্প বিশ্বব্যাংটি কোথায় স্থাপন করা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি দেশগুলো। প্রাথমিকভাবে চীনের সাংহাইয়ে ব্যাংকটির কার্যালয় হওয়ার কথা থাকলেও ভারত নিজেদের মাটিতে ব্যাংকটির কার্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। তবে কার্যালয় যেখানেই হোক বৃহস্পতিবার সামিটের শেষ দিনেই ব্যাংকটির বিষয়ে ঘোষণা আসবে। এরপরই চূড়ান্ত করা হবে ব্যাংকটির নীতিমালা ও অন্যান্য বিষয়াবলী। ২০১৬ সাল নাগাদ ব্যাংকটি নিজেদের ঋণ কার্যক্রম শুরু করতে হবে।

ব্রিকসভূক্ত পাঁচটি দেশ চাচ্ছে পশ্চিমা শক্তিশালী দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক নীতি নির্ধারণী সভায় নিজেদের ভূমিকা রাখতে। বর্তমানে বৈশ্বিক অর্থনীতির ২১ শতাংশেই এই পাঁচটি দেশের দখলে। গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ৫০ শতাংশই এ দেশগুলোর দখলে। মূলত বিকল্প বিশ্বব্যাংক গঠনের মাধ্যমে অথনৈতিক বিষয়ে বিশ্ব সভায় নিজেদের আসন পাকাপোক্ত করাই দেশগুলোর লক্ষ্য।

Share this post

scroll to top
error: Content is protected !!