DMCA.com Protection Status
title="শোকাহত

ছুটি শেষে কর্মস্থলে ফেরৎঃ সাকিবের বিষয় এড়িয়ে গেলেন কোচ হাথুরুসিংহে

coach-shakib-fb টাইগারদের দায়িত্ব শুরু করতে না করতেই ভারত সিরিজের ব্যর্থতা নিয়ে ছুটিতে গিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। লম্বা ছুটি শেষে সোমবার রাতেই ঢাকায় ফিরেছেন মুশফিকদের গুরু।

ঢাকা ফিরে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিস সিরিজ নিয়ে কথা বললেও সাকিবের বিষয়টি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। এমনকি বিষয়টি বিসিবির ওপর চাপিয়ে দিয়ে কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেন, ‘এটি আসলে বোর্ডের বিষয়। সাকিব বিষয়ে এখনই মিডিয়াতে কিছু বলতে চাইছি না।’

দলের ব্যর্থতা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘খেলোয়াড়দের ব্যর্থতার জন্য তাদের মানসিক বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এখন থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে। যা ঘটে গেছে তা এখন অতীত।’

ভারত সিরিজেরে ব্যর্থতা ও দল নিয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে দুটি ম্যাচ ২ ধরনের কন্ডিশনে খেলতে হয়েছে। ভারতের সঙ্গে বোলারদের পারফর্ম আশান্বিত হওয়ার মতো ছিল কিন্তু ব্যাটসম্যানরা হতাশ করেছেন। আমাদের এখন অনেক উন্নতি করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে তিনি বলেন, ‘যারা দলে সুযোগ পেয়েছে, তাদের কাছে আমার প্রত্যাশা সবাই নিজেদের সেরা পারফর্ম করবে, নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলবে।’

সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিষটি আপনি কীভাবে নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আসলে এটা বোর্ড সিদ্ধান্ত। বিসিবি আমাকে খবরটি জানিয়েছে। আমি এখানে বোর্ডের হয়ে কাজ করতে এসেছি। খেলোয়াড়রা কিভাবে উন্নতি করবে সেটাই আমরা দায়িত্ব।’

সাকিবের শাস্তি কমানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন এটি আসলে বোর্ডের ভেতরের বিষয়। দলের জন্য ও খেলোয়াড়দের জন্য যা ভালো হবে সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।’

Share this post

scroll to top
error: Content is protected !!