DMCA.com Protection Status
title="৭

সরকার পরিবর্তন হলেই আওয়ামী লীগের বিচার হবেঃমির্জা ফখরুল

FAKHRUL-2-e1405435456905-300x168আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার পরিবর্তন হলে তাদের বিচার হবে। কেউ রক্ষা পাবে না।’

বিএনপি নেতা বলেন, ‘আইনের শাসন নিজস্ব গতিতে চলতে বাধা দেয়া হচ্ছে। গুম-খুনের বিরুদ্ধে এবং মৌলিক অধিকার রক্ষায় যারা কথা বলছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ দেশের জনগণ সব সময় গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কখনও স্বৈরাচার, একনায়কতন্ত্রকে মেনে নেয়নি। আর তাই বার বার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন থেকেই স্বৈরাচারের পতন হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।’

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনাতায়নে সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘অত্যন্ত দুভার্গের কথা আ.লীগের হাতে দ্বিতীয় বারের মতো গণতন্ত্রের মৃত্যু হয়েছে। তাই বেগম খালেদা জিয়ার ডাকে আগামী দিনে আন্দোলন তীব্রতর করে বিজয় অর্জন করতে হবে।’

সংবিধান রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে মির্জা আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে দেশের রাজনীতি নষ্ট করেছে। নিরপেক্ষ নির্দলীয় সরকার পদ্ধতি বাতিল করে রাজনীতিতে এবং দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। আইনের শাসনের পরিবর্তে এক ব্যক্তির শাসন দিয়ে জনগণকে নির্যাতন করা হচ্ছে।’

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দেয়নি। জোর করে শাসন করা যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। তাই এ সরকারকে সাংবিধানিক সরকার বলা যাবে না, তারা অবৈধ। নৈতিকভাবে তাদের সংসদে যাওয়ারও কোনো অধিকার নেই।’

সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।

Share this post

scroll to top
error: Content is protected !!