ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে সুজনের মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করা হয়েছে।
বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।
মিরপুর বিভাগ পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, সুজনের পরিবারের পক্ষ থেকে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ করা হয়েছিল। পরে বুধবার সুজনের ময়না তদন্তের প্রতিবেদন পুলিশের হাতে আসে। সেখানে সুজনের মৃত্যুকে ‘হত্যা’ বলে উল্লেখ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরপরই এসআই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে মিরপুর থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত শনিবার রাতে ব্যবসায়ী সুজনকে তার ধানমণ্ডিস্থ শংকরের বাসা থেকে মিরপুর থানায় ধরে নিয়ে যান এসআই জাহিদ। এরপর স্ত্রী-সন্তানের সামনেই সুজনকে অমানুষিক নির্যাতন করে জাহিদ। পরে পুলিশের গাড়িতে করে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন সুজন। সেখান থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এসআই জাহিদকে থানা থেকে প্রত্যাহার করে ঘটনার তদন্তে মিরপুর বিভাগের এডিসিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা করে পুলিশ।